রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ কেলেঙ্কারি, ২ কর্মচারীকে শোকজ

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৭:১৫

কক্সবাজারের পেকুয়ায় সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মচারীকে শোকজ করেছেন আদালত। সোমবার (২৭ মার্চ) পেকুয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী শোকজ নোটিশ পাঠিয়েছেন। অভিযুক্তরা হলেন পেকুয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী অর্চনা বড়ুয়া ও মোহরার তপ্না রানী দে। 

জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের বাসিন্দা আইনজীবী বখতিয়ার উদ্দিন তার নামে ১২ লাখ টাকা মূল্যের একটি দলিল রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সরকারি পে-অর্ডার সংযুক্ত করে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আবেদন করেন। কিন্তু সাব-রেজিস্ট্রার মো. মামুনুল ইসলামের নির্দেশে অফিস সহকারী অর্চনা বড়ুয়া এবং মোহরার তপ্না রানী তার কাছে ৮০ হাজার টাকা ঘুষ দাবি করে। ঘুষের টাকা দিতে আপত্তি জানালে তারা দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানায়। নিরুপায় হয়ে তাদেরকে ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন। 

এ ঘটনার প্রতিকার চেয়ে সাব-রেজিস্ট্রার মো. মামুনুল ইসলাম, অফিসের সহকারী অর্চনা বড়ুয়া এবং তপ্না রানীর বিরুদ্ধে গত ১৯ মার্চ আইনজীবী বখতিয়ার উদ্দিন পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত দুই কর্মচারীকে শোকজ করেছেন। 
 
ভুক্তভোগী বখতিয়ার উদ্দিন বলেন, ৩০ হাজার টাকা বাকি থাকায় দলিল আটকে রেখেছে ওই দুই কর্মচারী।

সদ্য বদলি হওয়া পেকুয়া সাব-রেজিস্টার মো. মামুনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ইত্তেফাক/এবি/পিও