সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নেইমারের সেই কান্না আসলে কান্নাই না! অভিনয়

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১১:১৯

মুখের এক পাশটা হাত দিয়ে ঢেকে চোখ বন্ধ করে কাঁদছেন নেইমার! দেখে মায়া হওয়াই স্বাভাবিক। সঙ্গে হয়তো একটা কৌতুহলি প্রশ্নও জাগবে মনের মধ্যে, কানে হেডফোন লাগিয়ে নেইমারের এভাবে কান্নায় ভেঙে পড়ার কারণ কি? কারণ অনুসন্ধানে পরে নামুন, তার আগে জেনে নিন, নেইমারের এই কান্না আসলে কান্নাই না। মানে কান্নাটা সত্যি কান্না নয়। পুরোটাই অভিনয়! ফেসবুক লাইভে এসে অনলাইন পোকার খেলে ১০ লাখ ইউরো হারার যে খবরটি দেন নেইমার, সেটিও মিথ্যা! অভিনয়।

ফুটবল মাঠে ‘ডাইভ’ অভিনয়ের জন্য বিখ্যাত পিএসজির ব্রাজিলিয়ান তারকা। ফাউলের শিকার হলে ডাইভ তো দেন-ই, অনেক সময় ফাউল না করার পরও নেইমার এমন ভাবে ডাইভ দিয়ে মাটিতে পড়ে কাতরাতে থাকেন, দেখে মনে হয় তার না জানি কী হয়েছে। কিন্তু পরক্ষণেই জানা যায়, সেসবই ছিল রেফারিকে ধোঁকা দিয়ে ফায়দা তোলার জন্য অভিনয়! তা ফুটবল মাঠে না হয় রেফারিকে ধোঁকা দিয়ে ফায়দা হাসিলের জন্য মাটিতে গড়াগড়ি, ব্যথায় কাতরানোর পাশপাশি কান্নার অভিনয়ও করেন! কিন্তু ফেসবুক লাইভে এসে এভাবে ‘নকল’ কান্নায় ভেঙে পড়ার মানে কি! মানে আছে। এবং সেটা ইতিবাচকই।

মানুষদের মধ্যে ইতিবাচক একটা বার্তা ছড়িয়ে দেওয়াই নেইমারের এই কান্নার অভিনয়ের মূল কারণ। চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিটকে পড়া নেইমারকে নিয়ে খবর ছড়ায়, তার টুইটার অ্যাকাউন্ট নাকি হ্যাক করা হয়েছে। ব্রাজিলেরই জনপ্রিয় পত্রিকা ‘গ্লোবো’ খবরটি দেয়, গত সোমবার নেইমারের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। আর ঠিক সেদিনই অনলাইন পোকার খেলতে খেলতে ফেসবুক লাইভে আসেন নেইমার। ফেসবুক লাইভে তার বন্ধুরাও ছিল। তো লাইভে আসার একটু পরই নিজেকে নিয়ে একটা দুঃখের সংবাদ দেন ব্রাজিল তারকা। অনলাইন পোকার খেলে এক ঘণ্টার মধ্যেই ১০ লাখ ইউরো হারের কথা জানান তিনি!

নেইমারের মতো দক্ষ পোকার খেলোয়াড় অনলাইনে এক ঘণ্টা পোকার খেলেই ১০ লাখ ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৩৮৪ টাকা হেরে যেতে পারেন! বার্তাটা এটাই। নেইমার আসলে অনলাইন পোকার খেলে কোনো টাকা হারেননি। ১০ লাখ ইউরো হারার গল্পটা পুরোটাই কাল্পনিক। টাকা হারার খবর রটানো এবং সেই শোকে কান্নায় ভেঙে পড়া—এসবই ছিল প্রচারণার অংশ হিসেবে নেইমারের অভিনয়। এর মাধ্যমে সাধারণ মানুষকে এই বার্তাটা দেওয়া হয় যে, বিখ্যাত ব্যক্তিরাও অনলাইন জুয়া খেলে হারতে পারে। গ্লোবোকে নেইমারের প্রতিনিধি পুরো বিষয়টি বুঝিয়ে দিয়েছে।

 

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন