নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে এক সময় জলঘোলা কম হয়নি। যে কারণে আর তাদের একসঙ্গে পর্দায় দেখেনি দর্শকরা। অবশেষে একযুগ পর আবারও বলিউডের অন্যতম সফল সেই জুটিকে প্রেক্ষাগৃহে দেখাতে যাচ্ছেন বলিপ্রেমীরা।
ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমার মাধ্যমে আবারও মুখোমুখী হচ্ছেন বলিউড শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, এই ছবিতে এক বিশেষ চরিত্রের জন্য শাহরুখের কথা ভেবেছেন ফারহান। শুধু শাহরুখই নন, ‘জি লে জারা’ ছবিতে নাকি দেখা যেতে চলেছে ঈশান খট্টর ও রাহুল বসুকে। তবে এখনও এ নিয়ে মুখ খোলেননি ফারহান, শাহরুখ, প্রিয়াঙ্কার কেউ-ই। আপাতত সিনেমাটির জন্য জায়গা নির্বাচন করতে ব্যস্ত ফারহান। সমাজমাধ্যমে ছবি পোস্ট করে সে কথা জানিয়েছেন তিনি। রাজস্থানের একাধিক জায়গায় শুটিং হতে চলেছে ‘জি লে জারা’র।
উল্লেখ্য, ২০০৪ সালে ‘ডন’ সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। ফারহান আখতার পরিচালিত এই সিনেমাতে দুই তারকার রসায়ন নজর কেড়েছিল দর্শক ও অনুরাগীদের। তার পরে ২০১১ সালে ‘ডন ২’ ছবিতেও নিজেদের চরিত্রে ফেরেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। সেই সময়েই কানাঘুষা শোনা যায়, পর্দার বাইরে দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে। তাদের নিয়ে চর্চা বাড়লে বিবাহবিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। স্ত্রীকে শান্ত করতে নাকি শাহরুখ কথা দিয়েছিলেন প্রিয়াঙ্কার সঙ্গে আর কোনো ছবিতে কাজ করবেন না। কথাও রেখেছেন শাহরুখ।
অন্যদিকে, বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা। এরইমধ্যে হলিউডে নিজের বেশ শক্ত অবস্থানও তৈরি করেছেন এই অভিনেত্রী। তার একাধিক সিনেমা ও সিরিজ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। যে কারণে বলিউডে তাকে সেভাবে পাচ্ছেন না ভক্তরা। সেই জায়গা থেকে ‘জি লে জারা’য় প্রথমবারের মতো আলিয়া, ক্যাটরিনার সঙ্গে প্রিয়াঙ্কার স্ক্রিন শেয়ার ভক্তদের কৌতুহল বাড়িয়েছে। এর সঙ্গে একযুগ পর ফারহানের হাত ধরে প্রিয়াঙ্কা-শাহরুখ এক হলে ভক্তদের জন্য বিশেষ চমক হবে এটা বলাই যায়।