মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৮:১৫

চট্টগ্রামের রাউজানে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিথুন শিকদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার মদুনাঘাট ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিথুন শিকদার উপজেলার খৈয়াখালী গ্রামের পরিমল সিকদারের ছেলে।

জানা যায়, নিহত মিথুন সপরিবারে রাউজান শহরে বসবাস করেন। বৃহস্পতিবার গ্রামের বাড়িতে মঙ্গলচণ্ডী পূজায় এসেছিলেন। পূজা শেষ করে শুক্রবার সকালে ফুফাত ভাই প্রবীর সিকদারকে নিয়ে মোটরসাইকেলযোগে শহরের বাসায় যাওয়ার পথে মদুনাঘাট ব্রীজে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মিথুনের মৃত্যু হয়। এতে মোটরসাইকেলের অপর আরোহী প্রবীরও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ফলে যুবকের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও