মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নওগাঁয় র‍্যাব হেফাজতে মৃত্যুর দায় সরকারকে নিতে হবে: ফখরুল

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১:০৭

নওগাঁয় র‍্যাব হেফাজতে নারীর মৃত্যুর দায় সরকারকে নিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বলছে এটা ভুল হয়েছে। এক মন্ত্রী বলছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট- এটার অপপ্রয়োগ করা হয়েছে। এই অপপ্রয়োগের ফলে একজন নিরাপরাধ অসহায় নারীর জীবন পর্যন্ত চলে গেল। এর দায় কে নেবে? এই দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে।

শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর মিরপুরের পল্লবী থানা বিএনপির এক ইফতার মাহফিলে তিনি এ কথা করেন।

তিনি বলেন, স্বৈরাচার সরকারের হাতে দেশ নিরাপদ নয়। তাদের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। শুধু বিএনপি নেতাকর্মী নয়, কেউ এই সরকারের নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না। এ অবস্থার পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, আন্দোলনের কোনো বিকল্প নেই। আমরা সংগ্রাম করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

মির্জা ফখরুল বলেন, এমন একটি সরকার আমাদের ওপরে চেপে বসেছে, যে সরকার মানুষের মর্যাদা দিতে জানে না, মানুষের জীবনের মূল্য দিতে জানে না। তারা যে কোনো উপায়ে হোক ক্ষমতা আঁকড়ে ধরতে চায়। নওগাঁর একজন নারীকে র‍্যাব কি কারণে তুলে নিয়ে গেল? কীভাবে তা মৃত্যু হলো, তা এখনও জানা যায়নি।

বিএনপি মহাসচিব বলেন, প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধেই শুধু মামলা নয়, এই সরকার আরও তিনজন সম্পাদককে দেশ ছাড়তে বাধ্য করেছে। তারা হলেন- সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান। অসংখ্য নেতা-কর্মীকে নির্যাতন-হয়রানি করছে। সাংবাদিকরাও রক্ষা পাচ্ছে না। আজকে সংবাদপত্রের স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা- কোনোটাই নেই দেশে।

একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করেনি, কিন্তু রাজনৈতিক দলের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তারা সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চায়। তারা আবারও একটা নতুন নির্বাচনের পায়তারা করছে। ১৪ ও ১৮ সালের মতো রাতে ভোট করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু সেটি এ দেশের জনগণ হতে দেবে না।

ইত্তেফাক/এসকে