শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিল্পী সমিতি থেকে বাতিল হচ্ছে জায়েদ খানের সদস্য পদ!

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১:৩৫

আইনি লড়াইয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির হারানোর পর অনেকেই আশঙ্কা করেছিলেন সদস্যপদটাও হারাচ্ছেন জায়েদ খান। দেরিতে হলেও ইলিয়াস কাঞ্চন-নিপুণ দায়িত্ব নেওয়া এক বছর পর স্থগিত হচ্ছে জায়েদ খানের সদস্যপদ।

আগামী রবিবার সমিতি শিল্পী সমিতির বর্তমান কমিটির মিটিং থেকেই আসবে জায়েদ খানের সদস্যপদ স্থগিত সিদ্ধান্ত।

২০২১-২০২৩ মেয়াদী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সুচরিতা কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আর রুবেল সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরে কার্যনিবাহী কমিটির পরপর ৩ মিটিংয়ে অংশ গ্রহণ করেন নি এমনকি সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি বলে তাদের তাদের সদস্য পদ স্থগিত করে শিল্পী সমিতি।

ইত্তেফাক অনলাইনকে জায়েদ খান বলেন, ‘এই কমিটি দায়িত্ব নেওয়ার পর যাইচ্ছে তাই করে যাচ্ছে। আমি যখন মুম্বাই গিয়েছিলাম ঠিক তখনই আমাকে চিঠি পাঠানো হয়েছে। যাতে আমি উত্তর না দিতে পারি। সেই ইস্যু তুলে আমার বিরুদ্ধে নানা অপকর্ম চালানো হচ্ছে। এর আগে রুবেল ভাই ও সুচরিতা আপার কার্যনির্বাহী পদ বাতিল করা। এবার আমার পেছনে লেগেছে।’

জায়েদ খান। ছবি: সংগৃহীত

সদস্য পদ বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘জোর করে সাধারণ সম্পদকের দায়িত্ব নেওয়া নিপুণের গঠনমূলক সমালোচনা করেছি বলেই তিনি আমার সমদ্যপদ বাতিলের পায়তারা করছে।’

এ বিষয়ে শিল্পী সমিতির সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, এমন কোনো সিদ্ধান্তের কথা আমি জানি না। তবে আগামী রবিবার সমিতির সভা ডাকা হয়েছে। সেই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত জানানো হবে।

২০০৮ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন জায়েদ খান। এরপর দুই মেয়াদে ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। ২০২২ অনুষ্ঠিত প্রাথমিকভাবে তিনি বিজয়ী হলেও অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ বাতিল হয়।

সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, আসছে বছর নির্বাচনে আবারও সাধারণ সম্পাদকের পদে লড়বেন জায়েদ খান। কিন্তু রবিবারের সভায় যদি সদস্যপদ স্থগিত হয় তাহলে আগামী নির্বাচনে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ইত্তেফাক/বিএএফ