শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

মাগুরায় প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানসহ ১১ জন গ্রেপ্তার 

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১:১৭

মাগুরা সদর উপজেলায় আতর আলী ( ৪০) নামে এক কৃষককে হত্যার অভিযোগে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) বিকাল ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ। 

নিহত আতর আলী উপজেলার মনিরামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। 

গ্রেপ্তারকৃতরা হলেন বেরইল পলিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক রাজা, একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী, মুরাদ মোল্যা, ফারুক মোল্যা, তরিকুল ইসলাম, আবু হুরাইরা, মহিদুল্লাহ ফকির, জাহিদ হাসান, আশরাফুল হক লাভলু, ফাতুয়ার রহমান ও আমিরুল ইসলাম।

জানা যায়, মাগুরা সদর উপজেলার বরইল পলিতা ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা ও সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জমি থেকে বেগুন তুলে আনতে গেলে রাজার সমর্থকরা মহব্বত আলীর সমর্থক আতর আলীকে কুপিয়ে হত্যা করে। 

এ ঘটনায় সদর উপজেলার শক্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রেজাউল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করে। শুক্রবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে । 

                         

ইত্তেফাক/এবি/পিও