মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবারও ঢাকাই চলচ্চিত্রে আসছেন মিঠুন

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২২:০৪

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘কাবুলিওয়ালা’কে একাধিকবার পর্দায় এনেছেন ভারতীয় নির্মাতারা। সেকালে বাঙালি দর্শকদের কাছে ‘কাবুলিওয়ালা’ ছিলেন অভিনেতা ছবি বিশ্বাস। এবার চরিত্রটির রূপদান করবেন মিঠুন চক্রবর্তী।

বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি কাবুলিওয়ালা। সেই সৃষ্টিকে নতুন করে মনে করিয়ে দিতে আবারও আসছেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো তে তিনি ভারতীয় এক গণমাধ্যমকে জানান এই খবর। ছবির জন্য নিজের প্রস্তুতি যেমন শুরু করছেন তেমনই গল্পও বারবার ঝালিয়ে নিচ্ছেন মহাগুরু।

রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গল্পকে সামনে রেখেই সিনেমার গল্প সাজাচ্ছেন পরিচালক সুমন ঘোষ। জোর দিচ্ছেন কাস্টিং এও। যদিও এখনও কাস্টিং তালিকা ঠিক হয়নি। ছবি প্রযোজনার দায়িত্বে থাকছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

মিঠুন চক্রবর্তী

জানা গেছে, কলকাতা ছাড়াও লাদাখ এবং আফগানিস্তানে ছবির শ্যুটিং হবে। যদিও শুটিংয়ের তারিখ এখনও চূড়ান্ত নয়।

এর আগে ২০১২ সালে ‘নোবেল চোর’ ছবিতে সুমনের পরিচালনায় অভিনয় করেছিলেন মিঠুন। সেদিক থেকে প্রায় ১১ বছর পর আবার পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এ অভিনেতা।

ইত্তেফাক/বিএএফ