মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০১:০০

বাংলাদেশ সরকার কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র ভেদান্ত প্যাটেল এই উদ্বেগের কথা জানান।

মুখপাত্র প্যাটেল বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যবহার নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সাংবাদিকসহ সবার মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য জরুরি বিষয়। নির্বাচনের বছরে এটা আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিকের হুমকি, হয়রানি, হামলা কিংবা গ্রেফতারের শিকার হওয়া উচিত নয়।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন পোস্টে যে খোলা চিঠি প্রকাশ করা হয়েছে সে বিষয়ে আমরা অবগত। বিশ্বনেতারা ইউনূসের বিষয়ে যে মতামত জানিয়েছেন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা বলতে চাই, বিশ্বে দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রেখেছেন প্রফেসর ইউনূস। 

ইত্তেফাক/এমএএম