শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাকিব-লিটনের আইপিএল প্রসঙ্গে পাপন

‘আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন’

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১০:৩৬

গতকাল থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের খেলা। এবারের আসরটিতে দল পেয়েছে বাংলাদেশের তিন খেলোয়াড়। তাদের মধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আগে কয়েক আসর খেললেও প্রথমবারের মতো দল পেয়েছে লিটন দাস। তবে আইপিএলে শুরু থেকেই যুক্ত হতে পারছেন না তারা দলের সঙ্গে। কারণ দেশের মাটিতে তারা ব্যস্ত আয়াল্যান্ডের বিপক্ষে খেলতে। 

এদিকে বেশ কিছু দিন আগেই সাকিব-লিটন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আয়াল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি না খেলার জন্য ছুটি চেয়ে আবেদন করেছিল। তবে তার জবাব এখনো দেয়নি বিসিবি। এর মধ্য দিয়ে গুঞ্জন উঠেছিল যে, সাকিব আল হাসান এনওসি পেয়ে গিয়েছে তাই টেস্টে অধিনায়ক হিসেবে দেখা যাবে লিটন দাসকে আর সাকিব রওনা হবে আইপিএলের উদ্দেশ্যে। কিন্তু এসব গুজবকে উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শেষে গণমাধ্যমের সামনে উপস্থিত হন বোর্ড প্রধান। সাকিব-লিটনের এনওসি ইস্যুতে নিজের আগের অবস্থানই জানান তিনি। বলেন, ‘মত বদলিয়েছি মানে? আমরা ওদেরকে বলেছি...আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওরা কখন অ্যাভেইলেভেল আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনো দিন পরিবর্তন হয় তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার। আমরা তো কিছু জানাইনি।’ 

এসময় বিভিন্ন গণমাধ্যমে এই দুই তারকার আইপিএল ইস্যুতে সব গুজব উড়িয়ে দিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আপনারা যদি এনওসি দিয়ে থাকেন তাহলে দিতে পারেন। আমরা এখনো দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না।’

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন