সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মসজিদ থেকে বের হতেই ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১১:৩৯

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মসজিদ থেকে বের হতেই প্রতিপক্ষের দায়ের কোপে এক ব্যক্তি নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের গেটে এ হামলার ঘটনা ঘটে।

নিতহ রবিউল ইসলাম (৫০) হরিনাকুন্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল রবিউল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদে আছরের নামাজ পড়ে মসজিদের গেট দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে একই গ্রামের পলাশ মিয়াসহ আজ্ঞাত আরও চারজন রবিউলের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো দা দিয়ে রবিউলের পিঠে ও মাথায় উপর্যুপরি কোঁপাতে থাকে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে প্রথমে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

হরিনাকুন্ডু থানার ওসি আক্তারুজ্জামান লিটন জানান, রবিউলের ওপরে হামলা করেছে দুবৃত্তরা এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/আরএজে