শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

চিলিতে মানুষের মধ্যে বার্ড ফ্লুর প্রথম কেস সনাক্ত

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৩:৩৪

চিলিতে প্রথমবারের মতো একজন ব্যক্তির মধ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে। তিনি কোথায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কার সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখছে দেশটির সরকার। ইয়ন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির ইনফ্লুয়েঞ্জার গুরুতর উপসর্গ ছিল। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। এর আগে গত বছরের শেষের দিকে চিলিতে বন্যপ্রাণীদের মধ্যে এইচ৫এন১ বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়। 

গত সপ্তাহে চিলির কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলের মাউলে একটি শিল্প কারখানায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কথা জানায়। পোল্ট্রি খামারের প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার পরে চিলির সরকার পোল্ট্রি রফতানি বন্ধ করে দিয়েছে। 

তবে, বিশ্বের শীর্ষ মুরগি রফতানিকারক দেশ ব্রাজিল আক্রান্ত হয়নি। তবে, আর্জেন্টিনায় এটি শনাক্ত হয়েছে। লাতিন আমেরিকার অন্তত ১৪টি দেশে প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।

ইত্তেফাক/ডিএস