সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চার্টার্ড বিমানে আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৪:৫৮

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাতে। একই দিনে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। মুস্তাফিজুর রহমানের আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ আজ রাত ৮টায়। দিল্লির সঙ্গে যোগ দিতে আজ সকালেই ভাড়া করা চার্টার্ড বিমানে ঢাকা ছেড়ে ভারতের উদেশে উড়াল দেন কাটার মাস্টার। 

আজ শনিবার (১ এপ্রিল) রাত ৮ তায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজ। 

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে না থাকায় শুরু থেকেই আইপিএলে যোগ দিতে পারেন মুস্তাফিজ এটি নিশ্চিতই ছিল বলা যায়। আজ দিল্লির হয়ে প্রথম ম্যাচেই মাঠে নামার জোর সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের এই পেস তারকার। 

এদিকে, মুস্তাফিজ আইপিএল খেলতে যেতে পারলেও সাকিব আল হাসান আর লিটন দাস এখনই পারছেন না তাদের দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে তবেই আইপিএলের ছাড়পত্র পাবেন সাকিব-লিটন।

ইত্তেফাক/এসএস