করোনার টিকা না নেওয়ায় টেনিসের বেশকিছু বড় টুর্নামেটে অংশ নিতে পারেননি নোভাক জোকোভিচ। করোনার টিকা না নেওয়ার কারণে সর্বশেষ ইন্ডিয়ানা পোলিস ও মায়ামি ওপেনেও খেলতে পারেননি এই টেনিস তারকা। তবে এবার ইউএস ওপেনে খেলতে যাচ্ছেন জোকোভিচ।
যুক্তরাষ্ট্রের সিনেট হঠাৎ করেই বাতিল করেছে করোনা বিধি। আর তাই সে দেশে পা রাখতে কোনো বিদেশির আর টিকা নেওয়া এখন আর বাধ্যতামূলক নয়। আর তাই যুক্তরাষ্ট্র ওপেনে খেলার সুযোগ পেয়ে গেলেন ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস তারকা।
করোনার টিকা না নেওয়ার ব্যাপারে একাধিকবার বলেছিলেন জোকোভিচ। কোনভাবেই তাকে বাধ্য করে টিকা নেওয়ানো যাবে না বলে মন্তব্য করেছিলেন তিনি। করোনার টিকা না নেওয়ার কারণে গতবার অস্ট্রেলীয় ওপেনে খেলা হয়নি এই তারকার।