শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দেশ গণতন্ত্র বিপন্ন, মানবতা লাঞ্চিত: সম্মিলিত পেশাজীবী পরিষদ

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৯:৫৪

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, ভোটের অধিকার নাই, মানুষের কথা বলার অধিকার নাই, অর্থনৈতিক স্বাধীনতাও নাই, মানুষের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই।

শনিবার (১ এপ্রিল) বিকালে সিলেট নগরীর একটি হোটেলে সেমিনার কক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে পেশাজীবী নেতারা একথা বলেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বক্তারা আরও বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট, গুম, খুনের কথা যাতে মানুষ জানতে না পারে সে জন্য গণমাধ্যমের টুঁটি চেপে ধরা হয়েছে। মানবাধিকার আজ ভুলুণ্ঠিত।

সিলেট বিএসপিপির সভাপতি প্রফেসর ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কাদের গণি চৌধুরী।

আলোচনায় অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইউম চৌধুরী, সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট এটিএম ফয়েজ, প্রফেসর ড. সাজেদুল করিম, কৃষিবিদ প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, কৃষিবিদ প্রফেসর ড. আতোয়ার রহমান, প্রফেসর শাহ মুহাম্মদ আতিকুল হক সাংবাদিক খালেদ আহমদ, প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল, এডভোকেট আশিক উদ্দিন, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, ডাক্তার শিব্বির আহমদ শিবলী, ডা. মাসুকুর রহমান চৌধুরী, প্রফেসর ডা. আকতার উদ্দিন, শিক্ষক নেতা লে. মনিরুল ইসলাম, ফরিদ আহমেদসহ অনেকে।

ইত্তেফাক/এসসি