শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র খুলনা, আহত ২২

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২০:৪৬

খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বিএনপির ২২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার (১ এপ্রিল) দুপুর ৩টার দিকে নগরীর কেডিঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। এ সময় হঠাৎ করে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা ব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে নগরীর প্রাণকেন্দ্র কেডি ঘোষ রোডসহ বড়োবাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ৩৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বিএনপির অন্তত ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করে।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী অভিযোগ করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করতেই পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। পুলিশের হামলায় দলের ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশের এ হামলার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে এ সরকার গণতন্ত্রে বিশ্বাসী নয়। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই হামলা-মামলা দিয়ে দমন করার চেষ্টা করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, অনুমতি না নিয়েই বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচি পালনের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ১০ পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৩৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও