শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বকাপজয়ী মন্তিয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১০:০২

গেল বছর কাতারে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে শেষ শটটি নিয়েছিল গঞ্জালো মন্তিয়েল। তার শট থেকে গোল হওয়ার পরপরই কান্নায় ভেঙে পড়েন এ ডিফেন্ডার। আর্জেন্টিনা ৩৬ বছর পর জেতে শিরোপা। বিশ্বকাপ জেতার পার হয়ে গিয়েছে প্রায় মাস তিনেকের বেশি সময়, তবে এখনো চলছে তার উদযাপন। সদ্য দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, সেগুলোর পরও বিশ্বকাপ জেতার উদযাপন করেছে দলটি। তবে এর মধ্যেই দুঃসংবাদ পেল মন্তিয়েল। তার বিরুদ্ধে উঠেছে চার বছর আগে এক নারীকে হেনস্তা করার অভিযোগ। নির্যাতিত সেই নারীর আইনজীবীর সূত্র থেকে এমনটাই জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

জানা গেছে, ২০১৯ সালের ১ জানুয়ারি এ ঘটনাটি ঘটেছিল। সেদিন ছিল মন্তিয়েলের জন্মদিন। মন্তিয়েলের সঙ্গে তার সম্পর্কটা ছিল অল্প কয়েক দিনের। পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার জন্য মন্তিয়েলের আমন্ত্রণে সেদিন তার বাসায় যাওয়ার পাশাপাশি এক পার্টিতে গিয়েছিলেন তিনি। সদ্য ডাচ রেডিও টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইনজীবী রাকুয়েল হারমিদা এ বিষয়ে বলেন, ‘মন্তিয়েলের বাড়িতে সেদিন দলবদ্ধভাবে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সেই নারী।’

হারমিদা আরও বলেন, ‘সেই রাতে নির্যাতিত হওয়া নারী যখন অভিযোগ করতে গিয়েছিলেন সে সময় মন্তিয়েলের মাসহ খেলোয়াড়ের সফরসঙ্গীদের তাকে হুমকি দিচ্ছেন।’ সে সময় অভিযোগকারী সেই নারী বিষয়ে আইনজীবী জানান, ‘তিনি একজন মডেল এবং মদ পান করেন না। তবে দুইবার মদ্যপানের পর একদমই অচেতন হয়ে পড়েন তিনি।’  

হারমিদা বলেন, ‘তিনি জানেন না কতজন লোক তাকে হেনস্তা করেছিল। এবং এটা জানেন না কীভাবে তিনি বাড়ি ফিরেছিলেন। ’

বর্তমানে স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে খেলছেন মন্তিয়েল। এর আগে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত টানা পাঁচ বছর আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে কাটিয়েছেন এই ডিফেন্ডার।  কোপা আমেরিকা থেকে শুরু করে ফিনালিসিমা ও বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পেছনে দারুণ অবদান রাখেন তিনি।

ইত্তেফাক/এসএস