সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইংলিশরা অনুমতি দিলেও ফরাসিরা দেননি

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১১:০১

ইফতারের সময় মুসলিম ফুটবলারদের রোজা ভাঙার জন্য কোনো ম্যাচ সাময়িক বন্ধ না রাখতে নির্দেশ দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ইংলিশ প্রিমিয়ার লিগে এই অনুমতি দেওয়া হলেও এই নীতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই এমন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রেফারিদের এক ই-মেইল বার্তায় ফেডারেশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, ইফতারের কারণে বেশ কিছু ম্যাচে ব্যাঘাত ঘটায় তা ফেডারেশনের নজরে এসেছে। 

এ সম্পর্কে ফেডারেশনের ফেডারেল রেফারি কমিশনের প্রধান এরিক বোর্গিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে সবকিছুর জন্য নির্ধারিত সময় রয়েছে। ক্রীড়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, সকলের জন্য নিজ নিজ ধর্ম পালনের সময়ও রয়েছে।’

তিনি জানিয়েছেন, ফেডারেশনের কাছে তথ্য আছে, অপেশাদার পর্যায়ে বেশ কিছু ম্যাচে ফুটবলারদের ইফতারের জন্য সময় দিতে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। আইনে এই ধরনের কোনো অনুমতি নেই। এ সময় তিনি ফুটবলে ধর্মনিরপেক্ষতা নীতির কঠোরভাবে সম্মান জানানোর বিষয়টিও সামনে নিয়ে আসেন। ইংলিশ ফুটবল অবশ্য সব ধরনের সিদ্ধান্ত পরিবর্তন করে এ বছর পবিত্র রমজান মাসে মুসলিম ফুটবলারদের জন্য ইফতারের সময় ম্যাচ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। 

এ বিষয়ে নিসের কোচ দিদিয়ের দিগার্ড জানান, এবার বেশ কিছু মুসলিম ফুটবলার কোনো সমস্যা ছাড়াই রমজান মাস পালন করছেন। যদিও তিনি জানিয়েছেন, ফ্রান্সের উচিত ছিল ইফতারির সময় কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে হয়তো কেউ চিন্তা করছে না। কারণ আমরা মুসলিম দেশ নই। যে দেশে আপনি আছেন সেই দেশের রীতি-রেওয়াজই আপনাকে মানতে হবে।’

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন