শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত, বাতিল যেকোনো সময়

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৮:৩৬

জায়েদ খানের শিল্পী সমিতির সদস্যপদ স্থগিতের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সদস্যপদ বাতিলের জন্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফাইল। কার্যনির্বাহী কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানালেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

রোরবার (২ এপ্রিল) বিকেলে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির সামনের উদ্যানে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলন। ছবি: ইত্তেফাক

এ সময় সাইমন বলেন, জায়েদ খানের বিরুদ্ধে যে অভিযোগ, তা নিয়ম অনুযায়ী তিনটি চিঠি ইস্যু করতে হয়। জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাতিল করার জন্য উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য রাখা হয়েছে।

এদিকে, জায়েদ খানের বহিষ্কার দাবিতে এফডিসিতে বঞ্চিত ১১৩ জন শিল্পী মানববন্ধন ও মিছিল করেছে। এ সময় তারা জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি করেছেন।

অপরদিকে, দুপুর পৌনে দুইটায় শিল্পী সমিতির মিটিং শুরু হয়। এই মিটিংয়ে জায়েদ খানের সদস্যপদ স্থগিতের মতো সিদ্ধান্ত আসতে পারে। বিকেল পৌনে চারটায় বৈঠক শেষ হয়েছে।

ইত্তেফাক/এসকে