শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ন্যাটো ডিভাইসে টিকটক নিষিদ্ধ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৩:৫৫

পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে তাদের কর্মীদের ব্যবহৃত সব ডিভাইস থেকে নিষিদ্ধ করেছে। এ বিষয়ে অবগত ন্যাটোর দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (৩১ মার্চ) সকালে ন্যাটো কর্মকর্তারা কর্মীদের কাছে একটি চিঠি পাঠিয়ে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। ওই চিঠিতে সরকারি নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে, প্রযুক্তিগত বিধিনিষেধের কারণে আগে ন্যাটোর ডিভাইসগুলোতে টিকটক ব্যবহার করা সম্ভব ছিল। 

তবে, এবার আনুষ্ঠানিকভাবে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ন্যাটোর জ্যেষ্ঠ এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, ন্যাটোর সাইবার নিরাপত্তা সবার আগে আসে। টিকটক ন্যাটো ডিভাইসগুলোতে অ্যাক্সেস যোগ্য নয়। 

নিরাপত্তা জনিত কারণে জনপ্রিয় এই চীনের অ্যাপটিকে ন্যাটোর সর্বশেষ নিষিদ্ধ তালিকায় রাখা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, কানাডা ও ইউরোপীয় পার্লামেন্টসহ অনেক দেশ সরকারি ডিভাইসে টিকটক অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করে। যদিও চীন সরকার জানিয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

ইত্তেফাক/ডিএস