বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইউক্রেনে অঘোষিত সফরে জার্মানির ভাইস চ্যান্সেলর

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৫:৪০

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজনৈতিক আলোচনার জন্য ইউক্রেন সফরে গেলেন জার্মান ভাইস চ্যান্সেলর। জ্বালানি খাত নিয়ে আলোচনার জন্য তার সঙ্গে রয়েছে একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধি দল। জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক সোমবার (৩ এপ্রিল) সকালে আকস্মিক সফরে কিয়েভে পৌঁছান। 

যুদ্ধের পরে 'পুনর্নির্মাণের' ব্যাপারে ইউক্রেনকে আস্বস্ত করতে এই সফর বলে জানিয়েছেন তিনি। দুই পক্ষের আলোচনায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে পুনরায় গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। 

জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক সোমবার (৩ এপ্রিল) সকালে আকস্মিক সফরে কিয়েভে পৌঁছান। 

জার্মানির অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা হাবেক জানান, বিনিয়োগের সিদ্ধান্ত এরিমধ্যে নেওয়া হয়ে গেছে বা দ্রুত নেওয়া হবে। এই সফরে তার সঙ্গী হিসেবে জার্মানির একটি ব্যবসায় প্রতিনিধি দলও রয়েছে, যার নেতৃত্বে আছেন ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রিয়ের প্রেসিডেন্ট সিগফ্রিড রুসভুর্ম। 

তিনি জানান, 'জার্মানির শিল্পও যে ইউক্রেনের পাশে আছে' এই সফর তারই বার্তা। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর এটিই দেশটিতে হাবেকের প্রথম সফর।

ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রিয়ের প্রেসিডেন্ট সিগফ্রিড রুসভুর্ম। 

শুরুতে সংশয়ে থাকলেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ভারি সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে জার্মানি। সম্প্রতি বার্লিন কিয়েভকে ১৮টি লেপার্ড-২ যুদ্ধ ট্যাংকও সরবরাহ করেছে।

ইত্তেফাক/ডিএস