বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গ্রেড উন্নয়নসহ প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৩:১০

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। শনিবার (৮ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষক নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. গাজীউল হক চৌধুরী।

লিখিত বক্তব্যে মো. গাজীউল হক চৌধুরী কিছু দাবি তোলেন। সেগুলো হলো, দ্রুত ৯ম পে স্কেল ঘোষণা ও এর আগে ৫০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান, উপজেলা রিসোর্স সেন্টারে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের সহকারী ইনস্ট্রাক্টর পদে চলতি দায়িত্ব দেওয়ার প্রস্তাব বাতিল, প্রাথমিক শিক্ষকদের চাকরি ননভোকেশনাল হিসেবে গণ্য করা, সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান এবং যোগ্যতার ভিত্তিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে প্রধান শিক্ষকদের নিয়োগ দেওয়া। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা, সিনিয়র সহসভাপতি সুব্রত রায়, মহিলা সম্পাদিকা বাঁধন খান পাঠান ববিসহ অন্যরা।

ইত্তেফাক/এসজেড