বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টানা চার হার দিল্লির, হারলেও প্রশংসিত মুস্তাফিজ

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৫:৩৩

টানা তিন ম্যাচ অপেক্ষার পর দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পেলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে একাদশে ফেরাটা সুখকর হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে প্রথমবারের মত খেলতে নেমে হারের স্বাদ পেলেন মুস্তাফিজ। মঙ্গলবার (১১ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরেছে মুস্তাফিজের দিল্লি।

দিল্লিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেলের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৯ ওভার ৪ বলে ১৭২ রানে অলআউট হয় দিল্লি। ওয়ার্নার ৪৭ বলে ৫১ এবং প্যাটেল ২৫ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৫৪ রান করেন। শেষ ব্যাটার হিসেবে ক্রিজে এসে ১ বলে অপরাজিত ১ রান করেন মুস্তাফিজ।

জবাবে শেষ বলে ২ রান নিয়ে ম্যাচ জয়ের স্বাদ পায় মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা ৪৫ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬৫ রান করেন। ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ।প্রথম ২ ওভারে ১৫ রান দেন মুস্তাফিজ। তৃতীয় ওভারে ৮ রান দিয়ে রোহিতকে শিকার করেন ফিজ। নিজের শেষ ওভারে ২টি ছক্কায় ১৫ রান দেন মুস্তাফিজ।

এখন পর্যন্ত ৪ ম্যাচের সবগুলোতেই হেরেছে দিল্লি। অন্য দিকে তৃতীয় ম্যাচে এসে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেল মুম্বাই। ম্যাচ হারলেও মুস্তাফিজের প্রশংসা করেছেন দিল্লির অধিনায়ক ওয়ার্নার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ আমরা হেরেছি ঠিক, তবে ছেলেরা দুর্দান্ত ছিল। দুটি বল বাজে হয়েছে সেখানেই আমরা ম্যাচটা হেরে গেলাম। এর আগে আমরা ম্যাচে ফিরেছিলাম তাদের বোলিং নৈপুণ্যে। এনরিখ নরকিয়া বিশ্বমানের বোলার, আমরা যেমনটা আশা করেছিলাম তেমনই। মুস্তাফিজও তাই।’ 

ইত্তেফাক/জেডএইচ