সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলা করেছেন। চুক্তি লঙ্ঘন ঘটিয়ে ক্ষতি করার অভিযোগে ৫০ কোটি ডলারের মামলা করেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে এ মামলা দায়ের করেছেন তিনি।
মামলায় উল্লেখ করা হয়েছে, কোহেন চুক্তি ভঙ্গ করে প্রকাশ্যে ট্রাম্পকে নিয়ে বিভিন্ন বিবৃতি দিয়েছেন, বই প্রকাশ করেছেন, মিডিয়ায় কথা বলে তার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। কোহেনের অ্যাটর্নি ল্যানি ডেভিস এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্প আবারও মাইকেল কোহেনের বিরুদ্ধে হয়রানি ও ভীতি প্রদর্শনের জন্য বিচারব্যবস্থার অপব্যবহার করছেন।’ তিনি আরও বলেন, কোহেন নিরুত্সাহিত হবেন না এবং তিনি নিশ্চিত এই মামলায় ট্রাম্প ব্যর্থ হবেন। ট্রাম্পের আইনি মামলায় অভিযোগ করেছে, ট্রাম্পের কোনো অনুমতি না নিয়ে কোহেন তার অনেক গোপন ও মিথ্যা তথ্য জনসম্মুখে প্রকাশ করেছেন। তাই কোহেনের বিরুদ্ধে লড়াই করার জন্য আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই সাবেক প্রেসিডেন্টের। মামলায় এটাও বলা হয়, কোহেন আর্থিক লাভের জন্য ট্রাম্পের গোপন সম্পর্ককে পুঁজি করে তার সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন করেছেন এবং প্রতারণা করেছেন। —সিএনএন