প্রধানমন্ত্রীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মাঝে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রতি বছরের ন্যায় গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। ওই সংবর্ধনা অনুষ্ঠানে আগত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় ও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এসময় তারা প্রধানমন্ত্রীর কাছে গৃহ নির্মাণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, চাকরিসহ বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোট ১২ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মোট ২০ লাখ টাকা প্রদানের অনুমোদন প্রদান করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা বর্তমানে বর্ধিত হারে প্রদান করা হচ্ছে। বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদেরকে গৃহ নির্মাণ খরচ প্রদান, ফ্লাট বরাদ্দ, মেধাভিত্তিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ের ওপর প্রতি বছর ২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান, কন্যার বিবাহের খরচ বহন, দেশে-বিদেশে চিকিৎসার ব্যয়ভার বহন, রেশন প্রদানসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।