শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বড় চুরির শিকার, 'গোদের উপর বিষফোঁড়া' মুস্তাফিজের দিল্লির

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৮:৪৬

একের পর এক ম্যাচ হেরে এমনিতেই বাজে সময় পার করছে দিল্লি ক্যাপিটালস। টানা পাঁচ ম্যাচ হেরে বিপর্যস্ত আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি। এরই মধ্যে মাঠের বাইরে আরও বড় অঘটন ঘটলো দলটির সঙ্গে। বড় চুরির শিকার হয়েছে দিল্লি ক্যাপিটালস। যা 'গোদের উপর বিষফোঁড়া' হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য।

দলের ক্রিকেটারদেব্যার ট, প্যাড, গ্লাভস ও জুতো চুরি হয়েছে। প্রায় অর্ধ ডজন ব্যাটারের ১৬টি ব্যাট চুরি হয়েছে। যার মধ্যে রয়েছে বিদেশি ব্যাটারদের খেলার ব্যাটও। ডেভিড ওয়ার্নারের তিনটি, মিচেল মার্শের দুটি ও ফিল সল্টের তিনটি ব্যাট চুরি হয়েছে।  

ব্যাট ছাড়াও প্যাড, উরুর প্যাড, জুতো এবং গ্লাভসও পাওয়া যাচ্ছে না। দিল্লি সর্বশেষ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার সময় এই ঘটনা ঘটেছে। এমন ঘটনায় বেশ হতভম্ব পুরো দল।

দিল্লি ক্যাপিটালসের এক কর্মকর্তা ক্রিকইনফোকে বলেন, ‘দলের খেলোয়াড়েরা অবাক। সবারই কিট ব্যাগ থেকে কিছু না কিছু খোয়া গেছে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানানো হয়েছে পুলিশকে। পুরো বিষয়টিই তদন্ত করে দেখা হচ্ছে।’

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন