শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৯:৫৯

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড় পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) মধ্যরাত থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। 

সব ধরণের যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে চলছে গাড়ি। উত্তরবঙ্গগামী কিছু কিছু বড় গাড়ি মহাসড়কের পাশে পার্শ্বসড়ক দিয়ে প্রবেশ করায় যানজট আরও তীব্র হয়েছে। অপেক্ষাকৃতভাবে ঢাকাগামী সড়কে গাড়ির সংখ্যা কম। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পোশাক কারখানা ছুটির পর গত মধ্যরাত থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখী যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে নারী ও শিশু যাত্রীদের। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

ইত্তেফাক/কেকে