শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাইবান্ধায় বাস চাপায় ৪ জন নিহত

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২৩:২৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ ৪ জন যাত্রী নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম।

শুক্রবার (২১ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বালুয়া তালতলা বাজার এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। 

নিহত অটোরিকশা চালক আব্দুল লতিফ (৪৫) গোবিন্দগঞ্জ উপজেলার উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জোব্বার আলীর ছেলে। বাকীদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, রংপুর থেকে ঢাকাগামী এক যাত্রীবাহী বাস ওই এলাকায় বিপরীতমূখী সিএনজি চালিত অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই সিএনজি চালক আব্দুল লতিফ মারা যান। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সিএনজির তিন যাত্রীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, সিএনজি চালকের পরিচয় জানা গেলেও যাত্রী তিনজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং মরদেহগুলো হাইওয়ে থানায় রাখা হয়েছে।  

ইত্তেফাক/এএইচপি