রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পর্তুগালে ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০১:২০

পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা মারতিম মুনিজ পার্কে অনুষ্ঠিত হয়েছে ইউরোপের সর্ব বৃহৎ জামাতটির।

বাংলাদেশিদের উদ্যোগে লিসবনের প্রধান এই জামাতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আনুমানিক পাঁচ থেকে সাত হাজার পর্তুগাল প্রবাসী  ঈদগাহে জামাতে অংশগ্রহণের মাধ্যমে নামাজ আদায় করেন।

যদিও প্রথমে পর্তুগালের কেন্দ্রীয় মুসলিম চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতর উদযাপন করার কথা ছিল কিন্তু পরবর্তীতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ইউরোপের অন্যান্য দেশের ন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে শুক্রবার ঈদুল ফিতর এর নামাজের পাশাপাশি লিসবনে ইউরোপের সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয়।

পর্তুগালে ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

এদিকে পর্তুগালের বন্দর নগরী পর্তো শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রধান ঈদ জামাত ত্রিনিদাদ মেট্রো স্টেশনে সকাল ৯ টায় এবং হামজা র. মসজিদে সকাল ১১ টায়, এবং  ভিলানোভা দা মিলফন্টেস, ব্রাগা, ভিজু , আলগারভ, ফারো  সহকারে আরও বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় । এসময় দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা।

পর্তুগালে প্রতিনিয়ত বাংলাদেশি পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বাড়ছে বিশেষ দিবস ও  উৎসবগুলোতে উদযাপনের আমেজ। প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন স্থানীয় পর্তুগিজ নাগরিকরাও।

ইত্তেফাক/এএইচপি
 
unib