সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১১:১৭

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। শ‌নিবার (২২ এ‌প্রিল) সকাল ৭টায় প্রথম জামাত শুরু হয়ে ১০টা ৪৫ মিনিটে শেষ জামাত অনুষ্ঠিত হয়। এর মাঝে আরও তিন জামাত হয়।

ঈদের প্রথম জামাতে প‌রি‌বেশ শীতল ও রো‌দের উত্তাপ থে‌কে স্বস্তি পেতে বিশেষ দোয়া করা হয়।

ঈদের জামাতে অংশ নিতে সকাল ৬টার আগে থেকেই জাতীয় মসজিদে ঈদের জামাত আদায়ে ভিড় করতে থাকেন মুসল্লিরা। সকাল সা‌ড়ে ৬টায় মস‌জিদের ভিত‌রে মুসল্লি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ছবি: আব্দুল গনি

এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় মসজিদ এলাকায় এবং মসজিদের প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। ব্যাগ নিয়ে আসা অনেককেই পুলিশ তল্লাশি করেন।

ইত্তেফাক/কেকে