মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

‘দাহাদ’র টিজারে দেখা দিলেন সোনাক্ষী

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২১:১০

বলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোনাক্ষী সিনহা। সালমানের বিপরীতে ‘দাবাং’ সিনেমায় অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। সেই সিনেমায় পুলিশ অফিসার চুলবুল পান্ডের স্ত্রী চরিত্রে ব্যাপক সাড়া ফেলেছিলেন। এবার একেবারে পুলিশের চরিত্রেই দেখা যাবে সোনাক্ষীকে।

বুধবার মুক্তি পেয়েছে সোনাক্ষীর আসন্ন সিনেমা ‘দাহাদ’ এর টিজার। সেখানে দেখা গিয়েছে অভিনেত্রীর চরিত্রের প্রথম ঝলক।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিং। এবার তাকে দেখা যাবে একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা। ছবির নাম ‘দাহাড়’। ইতিমধ্যে, মুক্তি পেয়েছে সিনেমার টিজার।

সোনাক্ষী সিনহা

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে টিজারটি শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অনেক নিরীহ মেয়ে নিজেদের প্রাণ দিয়েছে। ২৭ জন মেয়ের নিখোঁজ হওয়া ও তারপর খুন হওয়ার মতো ভয়ঙ্কর কেসের তদন্তভার পড়ে সোনাক্ষীর ওপর।

কোন চক্রে প্রাণ হারাতে হয় এই ২৭ জন নারীকে, সেই রহস্য কী খুঁজে বের করতে পারবেন সোনাক্ষী? সেই উত্তর পেতে হলে ‘দাহাড়’ মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, এর আগে সঞ্জয় লীলা বানশালীর ওয়েব সিরিজ 'হীরামান্ডি' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সোনাক্ষীকে।

 

 

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন