সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শেরেবাংলা ফজলুল হকের কবরে জাতীয় পার্টি-জেপির শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৪:০০

জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকীর দিনে গতকাল বৃহস্পতিবার তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির নেতারা। হাইকোর্ট প্রাঙ্গণে তিন নেতার মাজারে শেরেবাংলা ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জেপি নেতারা মাজার জিয়ারত করেন।

জেপির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী ও আজিজ বাঙাল, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাড. এনামুল ইসলাম রুবেল, পার্টির যুগ্ম-মহাসচিব আমিনুল ইসলাম তপন, হুমায়ূন কবির তালুকদার রাজু, নুরুল ইসলাম খান মিয়া, ওকিল আহমেদ ওকাল, যুব-বিষয়ক সম্পাদক সৈয়দ দেলোয়ার হোসেন নান্নু, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন, ঢাকা জেলা জেপি নেতা আপেল মাহমুদ, জেপি নেতা রাজেশ গণি, যুব সংহতির ফারুক হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে জেপি নেতারা মাজার চত্বরে শেরে বাংলা ফজলুল হকের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। এসময় সাদেক সিদ্দিকী বলেন, শেরেবাংলা ছিলেন গরীব-মেহনতি মানুষের নেতা। তার আদর্শ অনুসরণ করে বর্তমান প্রজন্মকে এগিয়ে যেতে হবে।

এদিকে, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির পক্ষ থেকেও গতকাল শেরেবাংলা ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পার্টির মহাসচিব ফোরকান আলী হাওলাদার এবং শেরেবাংলা ফজলুল হকের নাতি এ কে ফাইয়াজুল হক রাজু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম