জয়পুরহাট-হিলি সড়কের গতনশহর নামক এলাকায় যাত্রীবাহী একটি বাস শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুরোপুরি উল্টে গেলেও বাসে থাকা ২৯ যাত্রী প্রাণে বেঁচে যান। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আহত যাত্রীরা সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ঈদের ছুটি শেষে ‘আনাস এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে জয়পুরহাট সদরের গতনশহর নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুরোপুরি উল্টে যায়। এ দুর্ঘটনায় বাসে থাকা ২৯ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।
আহতদের মধ্যে জলিল, বেলাল ও কুলসুম বেগম জানান, তারা ঢাকায় বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।
আহতদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। দুর্ঘটনার পর থেকে ওই বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে বলেও জানায় পুলিশ।