বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঈদের পর প্রাণ ফিরেছে বাংলাবান্ধা স্থলবন্দরে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৭:০৮

টানা ১০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। শনিবার (২৯ এপ্রিল) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।

কুদরত ই খুদা মিলন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ রাখা হয়েছিল। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। স্থলবন্দরের কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। 

ঈদের ছুটির পর চালু হয়েছে আমদানি-রপ্তানি। ছবি: ইত্তেফাক

বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ১৯ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। সকাল থেকেই বন্দরে গাড়ি প্রবেশ করছে।

ঈদের ছুটির পর চালু হয়েছে আমদানি-রপ্তানি। ছবি: ইত্তেফাক

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ওসি মো.নজরুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

ইত্তেফাক/এবি/পিও