রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থীতিশীলতা সম্ভব নয়: জি এম কাদের

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ২০:৩২

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থীতিশীলতা সম্ভব নয়। রাষ্ট্র, সরকারি দল মিলেমিশে একাকার। রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত রয়েছে। পরিস্থিতি উত্তরণে সরকারের উদ্যোগ নিতে হবে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে জি এম কাদের বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি বিজয়ী হবে। কিন্তু সাধারণ মানুষ জানতে চায়- ভোট দিতে পারো তো? ভোট দিলে ফলাফল কি প্রকাশ করা হবে? এই কথাগুলো সাধারণ ভোটাররা আমাদের কাছে জিজ্ঞাসা করেন। প্রশ্নের জবাব নেই, ভোটাররা নির্বাচনে আস্থা হারিয়েছে।

তিনি আরও বলেন, মানুষের নির্বাচন ব্যবস্থার ওপর অনাস্থ। চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন হয়েছে, ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। ৯০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়নি। ভোটারদের ভোটের প্রতি কোনো আস্থা নেই। এটা তারই প্রমাণ।

ইত্তেফাক/এসকে