পাবনার আটঘরিয়ায় বজ্রপাতে এনামুল হক (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল হক উপজেলার বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও পাবনা শহীদ বুলবুল কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন আলাল বলেন, এনামুল হক বিকালে বাড়ির পাশের মাঠে ঘাস কেটে ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।