বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চারপাশে এতো বন্দুকধারী ভয় লাগে: সালমান

আপডেট : ০১ মে ২০২৩, ১৩:৩২

সম্প্রতি ভারতীয় গ্যাংয়ের কাছ থেকে একের পর এক প্রাণনাশের হুমকি পাওয়ার পর নীরবতা ভাঙলেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি বলছেন, ভারতে কিছু সমস্যা আছে। সংযুক্ত আরব আমিরাতে নিজেকে নিরাপদ মনে করছেন তিনি। ঈদের পর এই সুপারস্টারকে দুবাই মলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে। খবর খালিজ টাইমস

দুবাইয়ের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘আপ কি আদালাত’ নামের একটি টিভি শোতে হাজির হয়ে সালমান বলেন, ‘নিরাপত্তাহীনতার চেয়ে নিরাপদে থাকা ভালো। এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। যেহেতু আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, সে কারণেই নিরাপত্তা। এখন আমাকে যা বলা হচ্ছে আমি তাই করছি।’

বলিউড সুপারস্টার সালমান খান। সংগৃহীত ছবি

দুবাইয়ে নিজের নিরাপত্তা এবং অভিজ্ঞতা সম্পর্কে বলিউড ভাইজান বলেন, ‘আমি সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে সর্বত্র যাচ্ছি। এখানে (দুবাই) সম্পূর্ণ নিরাপদ।’

প্রাণনাশের হুমকির বিষয়ে সালমান খান বলেন, ‘ভারতে কিছু সমস্যা আছে। আমি জানি যা ঘটার তাই ঘটবে...। আমি বিশ্বাস করি (উপরের দিকে ইঙ্গিত করে) তিনি (সৃষ্টিকর্তা) সেখানে আছেন।’

ভাইজান বলেন, ‘এখন আমার চারপাশে অনেকেই আছে। আমার সাথে এত বন্দুক ঘুরছে যে আমি আজকাল ভয়ই পাচ্ছি।’

বলিউড সুপারস্টার সালমান খান। সংগৃহীত ছবি

প্রসঙ্গত, ভারতীয় এই সুপারস্টারকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত ৩০ এপ্রিলও তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মুম্বাই পুলিশ হুমকির বিষয়ে তদন্তের পাশাপাশি সালমানের বাড়ির চারপাশে নিরাপত্তাও জোরদার করেছে।

এর আগে, পুলিশ জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে মামলা করা হয়েছিল।

ইত্তেফাক/এসকে

এ সম্পর্কিত আরও পড়ুন