বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ সোমবার (১ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন মহান মে দিবস পালিত হয়েছে। শ্রমিক-মালিক সুসম্পর্ক নীতি আদর্শ বজায় রেখে বাংলাদেশের কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকার করে রাজধানীতে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। ছবিগুলো রাজধানীর মতিঝিল, গুলিস্তান, পল্টন ও প্রেসক্লাব এলাকা থেকে তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।