কোয়াড এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ চারটি দেশের একটি জোট। জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাষ্ট্র জানিয়েছে, কোয়াড জোটে নতুন সদস্য যোগ করার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা তাদের নেই। হোয়াইট হাউজের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত এই চারটি দেশই কোয়াডের সদস্য। চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ায় কোয়াড জোটের নেতাদের একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর কয়েকদিন আগে সোমবার (১ মে) হোয়াইট হাউজের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৪ জুন জোট শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, 'দুই বছর আগে কোয়াড প্রতিষ্ঠিত হয়েছিল। কোয়াড এখনও তুলনামূলকভাবে নতুন অংশীদারিত্বের জোট। এই মুহূর্তে কোয়াডে নতুন সদস্য নিয়োগের কোনো পরিকল্পনা নেই। কোয়াড সদস্য দেশগুলো আপাতত জোটের জ্বালানি সক্ষমতা জোরদারে মনোনিবেশ করতে সম্মত হয়েছে।'
তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরও জানিয়েছেন, কোয়াড জোট ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অংশীদারদের সঙ্গে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগকে স্বাগত জানায়। আগামী ২৪ মে অনুষ্ঠিত কোয়াডের সিডনি শীর্ষ সম্মেলনে জলবায়ু, বৈশ্বিক স্বাস্থ্য, অবকাঠামোসহ অনেক বিষয় গুরুত্বপূর্ণ হবে।