শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হিরো আলমের ফেসবুক হ্যাকড, যা বললেন ডিবি

আপডেট : ০২ মে ২০২৩, ১৭:৫৪

দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ফেসবুক-টুইটার ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ জানাতে তিনি মঙ্গলবার (২ মে) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান।


  
তিনি গণমাধ্যমকর্মীদের জানান, হ্যাকাররা তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছে। এ ঘটনায় তিনি চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, কতিপয় লোক হ্যাকার ভাড়া করে এসব করাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এনএ/পিও