বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অধ্যাপক তাহের হত্যা: দুই খুনির ফাঁসি কার্যকরে বাধা নেই

আপডেট : ০৪ মে ২০২৩, ১২:১৬

অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং অধ্যাপক তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ।

ফলে মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকরে আইনগত কোনো বাধা থাকলো না। তবে তারা শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ২১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। এর আগে গত ২ মার্চ একই আপিল বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে দেন।

২০০৬ সালের পহেলা ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজ কোয়ার্টারে অধ্যাপক ড. তাহেরকে হত্যা করেন খুনিরা। পরে লাশ ম্যানহোলে ফেলে দেওয়া হয়। লাশ উদ্ধারের পর নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ মতিহার থানায় হত্যা মামলা করেন।

এই মামলায় ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনাল চার আসামিকে মৃত্যুদণ্ড এবং দু’জনকে খালাস দেয়। এর মধ্যে হাইকোর্ট মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসি বহাল রাখে। যাবজ্জীবন সাজা দেওয়া হয় জাহাঙ্গীরের ভাই নাজমুল আলম ও তার আত্মীয় ছাত্রশিবিরের কর্মী আব্দুস সালামকে।

ইত্তেফাক/এসকে