মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বগুড়া থেকে নিখোঁজ স্কুলছাত্র রাজধানীতে উদ্ধার 

আপডেট : ০৩ মে ২০২৩, ১৮:৩২

বগুড়ার বিয়াম স্কুলের অষ্টম শ্রেণির নিখোঁজ ছাত্র মোহাম্মদ সাবিত আহনাফ নাবিল (১৪) কে উদ্ধার করেছে উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার (৩ মে) দুপুরের দিকে রাজধানীর উত্তরার কসাইবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।

সোমবার (১ মে) কোচিং শেষ করে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় সে। এ বিষয়ে ছাত্রের বাবা মোহাম্মদ নাজমুল হোসেন বগুড়া সদর থানায় একটি জিডি করেন।

জানা গেছে, অভিযোগের সূত্র ধরে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন উত্তরা, ঢাকার অপারেশন টিম নিখোঁজ ছাত্রকে উত্তরার কসাইবাড়ি এলাকা থেকে উদ্ধার করে। ভিকটিমকে উদ্ধারের পর পর জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১ মে কোচিং শেষ করে বাসায় ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে জোরপূর্বক প্রাইভেটকারে উঠিয়ে নেয়। প্রাইভেটকারে ড্রাইভার ছাড়া দুইজন অজ্ঞাত ব্যক্তি ছিলেন। ভিকটিমের তথ্য মতে, অজ্ঞাত ব্যক্তিরা গাড়িতে উঠানোর পরেই তার মাথার পেছনে সজোরে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। উদ্ধারকৃত ছাত্রকে উত্তরা পূর্ব থানার মাধ্যমে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর ঢাকার অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে উত্তরায় অপহরণকারীরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায়। 

ইত্তেফাক/পিও