সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুরো আইপিএল শেষ রাহুলের

আপডেট : ০৫ মে ২০২৩, ১৭:১৬

ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। পাশাপাশি আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আইপিএল থেকে রাহুলের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্মৌ টিম ম্যানেজমেন্ট।  

গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রাহুল। এরপর আর ফিল্ডিং করতে পারেননি তিনি। পরে শেষ ব্যাটার হিসেবে ব্যাট হাতে নামলেও দৌঁড়ে রান নিতে পারছিলেন না রাহুল। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি এ ব্যাটার। লক্ষ্মৌ থেকে স্ক্যানের জন্য মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তত্ত্বাবধানে আছেন রাহুল। স্ক্যান রিপোর্ট হাতে পেলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রাহুলের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিসিআই।

আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। গেল বছর জার্মানিতে হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন রাহুল। এতে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। ভারতের হয়ে ৪৭টি টেস্ট, ৫৪টি ওয়ানডে ও ৭২টি টি-টোয়েন্টি খেলেছেন রাহুল।

ইত্তেফাক/জেডএইচ