মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট : ০৬ মে ২০২৩, ১২:৫৬

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (৬ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএনের।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওসান বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। এ অবস্থায় এটি একটি কৃষি জমিতে বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে পাইলটকে নিরাপদে বের করে আনা হয়েছে। 

তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়োন টুইটারে জানিয়েছেন, স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।

দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়োন  

একটি রুটিন ট্রেনিং ফ্লাইটে অংশ নেওয়ার সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ৪০ মাইল দূরে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন বিমান বাহিনী পরিচালিত ওসান বিমান ঘাঁটি।

ইত্তেফাক/ডিএস