নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ের লোহার গেট মাথায় পড়ে মুনতাহা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ মে) সকাল ৭টার দিকে উপজেলার ভেরভেরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত মুনতাহা আক্তার উপজেলার পুটিমারী ইউনিয়নের মাঝাপাড়া হাজীরহাট গ্রামের মজনু মিয়ার মেয়ে।
জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে মুনতাহা তার মা রুবি বেগমের ভেরভেরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধান শুকাতে যায়। এ সময় মুনতাহা তার মায়ের অগোচরে বিদ্যালয়ের গেটের সামনে খেলছিল। এ সময় ওই লোহার গেটটি ভেঙে তার ওপর পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মুনতাহার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মারা যায়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজিব কুমার রায় বলেন, শিশুটি সকাল ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাসপাতাল থেকে লাশ আসার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।