রংপুরের পীরগঞ্জে ওসি জাকির হোসেনের ঘুষ বাণিজ্য, হয়রানিমূলক মামলা ও দুর্নীতির প্রতিবাদে তার অপসারণ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে অপসারণসহ তার বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। শনিবার (৬ মে) সকালে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ওসি জাকির হোসেন যোগদানের পর থেকেই ঘুষ বাণিজ্য শুরু করে। মোটা অংকের অর্থের বিনিময়ে মামলা রেকর্ড করা, বাদী-বিবাদী উভয়পক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। সম্প্রতি ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করা (ক্লোজড) হলেও এখনও তিনি বহাল তবিয়তে আছেন। প্রত্যাহার আদেশ পাওয়ার পরেও রহস্যজনকভাবে ওসি জাকির হোসেন স্বপদে বহাল থেকে প্রতিশোধপরায়ণ হয়ে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরসহ নানাভাবে মানুষকে হয়রানি করছেন।
বক্তারা আরও বলেন, ওসি জাকির হোসেন পীরগঞ্জ থানায় দায়িত্বরত থাকলে আরও অনেকে হয়রানির শিকার হবার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার অপসারণ করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে সব অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান, সুলতান মাহমুদ, ওয়ালিউর রহমান রুপম, আলতাব হোসেন, রিপন মেম্বার, উজ্জল, দেলওয়ার হোসেন, পুলিন চন্দ্র, আল আমিন।