ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক ছিল আজ শনিবার। এ জন্য রাজকীয় আয়োজন করা হয় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। রাজপরিবারের সদস্য ছাড়াও দেশ-বিদেশের অনেক অতিথি এ আয়োজনে অংশ নিয়েছেন। রাজপরিবারের দ্বন্দ্ব থাকলেও বাবার অভিষেক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিন্স হ্যারি। তবে উপস্থিত হননি মেগান মার্কেল।
বাবার রাজ্যাভিষেকে অংশগ্রহণ করলেও তিনি রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বসেন নি। প্রিন্স উইলিইয়ামের দুই সারি পেছনে বসতে দেখা যায় তাকে। ডিউক অব সাসেক্সের রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য রোওনা দেন।
ওয়েস্টমিনস্টার আবেতে অনুষ্ঠানে যোগ দিলেও বাকিংহাম প্যালেসে রাজপরিবারের সঙ্গে মিলিত হননি প্রিন্স হ্যারি।
বিবিসির প্রতিবেদন অনুসারে , তাকে বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি । তিনি ইতিমধ্যেই হিথ্রো বিমানবন্দরে চলে গেছেন।
তার বিতর্কিত স্মৃতিকথা, 'স্পেয়ার' প্রকাশিত হওয়ার পর এই প্রথম তাকে তার পরিবারের সঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা গেছে। রাজ্যাভিষেকের কর্মকান্ড শেষ হওয়ার পর প্রিন্স হ্যারিকে একাই গাড়িতে উঠতে দেখা যায়। বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে রাজা-রানির সঙ্গে রাজপরিবারের অন্যান্য সদস্যদের ও দেখা যায়।