জয়পুরহাটের পাঁচবিবিতে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনে লেগে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার (৭ মে) সকাল ৮টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়াকেশবপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন হোসেন জানান, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, তাদের পড়নের কাপড় ছাড়া ঘর থেকে আর কিছু বের করতে পারেনি। আগুনে তাদের প্রায় ১২ লাখের অধিক টাকার মালামাল পুড়ে ছারখার হয়ে গেছে।
এ ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন ও স্থানীয় আওয়ামীগ নেতা সামছুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন, নগদ টাকাসহ খাদ্যসামগ্রী দেওয়ার ঘোষণা দেন।