বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্কুলশিক্ষক মিজান হত‍্যা: অস্ত্র-বোমাসহ আরও ৩ আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭ মে ২০২৩, ১৫:২৪

রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমান হত‍্যার ঘটনায় আরও ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন, সজিব শিকদার (২০), রাসেল মণ্ডল (২০) ও রমজান শেখ (৪০)।

পুলিশ জানায়, ৩০ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে হালখাতার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন স্কুলশিক্ষক মিজানুর রহমান। পথে বলাই বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে ৮-১০ জন গতিরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। টাকা না পেয়ে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমানকে গুলি করলে ঘটনাস্থলেই মিজান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করলে অস্ত্র-গুলিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

তারই ধারাবাহিকতায় শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি শুটারগান ও ককটেল বোমা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, মূলত হালখাতার টাকা ছিনতাইয়ের জন্যই এই হত‍্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো তদন্ত চলছে।

ইত্তেফাক/এবি/পিও