শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নিজ দোকানে পুড়ে ছাই যুবক

আপডেট : ০৮ মে ২০২৩, ১৮:১৭

বরিশালের বাকেরগঞ্জে নিজ দোকানে আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার (৮ মে) ভোর রাত ৪টার দিকে উপজেলার চামটা নুতান বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। মৃত সাগর পাল (২৫) একই এলাকার বলাই পালের ছেলে।

স্থানীয় বাসিন্দা লতিফ হাওলাদার জানান, সাগর পাল তার নিজের দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায়  আগুনে পুড়ে মারা যান।  এছাড়াও অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়টি দোকান পুড়ে গেছে।

এদিকে নিহত যুবকের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল। 

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

ইত্তেফাক/আরএজে